নক্ষত্ররা কি কখনো পৃথিবী স্পর্শ করতে চায়
স্বর্গীয় সুখ ছুড়ে ফেলে?

সাগর কি তীরের জন্য কাঁদে স্বীয় অক্ষমতায় যাকে হারায়
নাকি তীরের প্রতি ভালোবাসা চিরকাল অব্যক্ত?

যে পাখি উড়ে বেড়ায় পাহাড় কি ঈর্ষা করে
নাকি অপলক চেয়ে শান্তি পায়?

বাতাস কি গাছের কাছে গোপন কথা ফিসফিস করে
নাকি হাওয়া বদলের খেলা?

সূর্যের অস্তমিত রশ্মিতে ফুল কি দীর্ঘশ্বাস ফেলে
নাকি উষ্ণ আলোয় স্মৃতিতে আচ্ছন্ন হয়?

চাঁদ কি ভাবছে কেন তাকে মোম ও ক্ষয় হতে হবে
নাকি মহাজাগতিক রহস্যে উদ্বেলিত হয়?

প্রজাপতি কি শুঁয়োপোকার দিনগুলি মনে রাখে
নাকি চূড়ান্ত পরিণতির উল্লাসে  মাতে?

বৃষ্টির ফোঁটা কি আকাশ থেকে পড়ে শোকে
নাকি অবশেষে উড়তে শেখে আনন্দে নাচে?
  
মেঘ কি কখনও ক্লান্ত হয় অন্তহীন বিচরণে
নাকি স্বাধীনতায় ভাসে?