প্রিয় আবরার
তুমি আসবেনা
নিঃশব্দে চলে গেলে রবের রাহে,
মুখরিত করে হায়েনা ঘেরা বাংলাদেশ

প্রিয় আবরার ফাহাদ,
তুমি আসবেনা
লুট হয়ে যাবে পতাকা,সার্বভৌমত্ব,শাপলার ফুল
সারমেয়রা চেতনার নামে
রোজ এদেশ,মাটি,মানুষ, নদী ও সবুজ ধানক্ষেত
নিলামে তোলবে ক্ষমতার দামে
তবু তুমি আসবেনা

প্রিয় আবরার
তুমি আসবেনা
তবুও তোমার নামে কবিতা লেখা হবে
তবুও তুমি বেঁচে থাকবে হাজার বিস্মৃতির আড়ালে

প্রিয় আবরার
তুমি আসবেনা
জন্ম-মৃত্যুর তটরেখা পেরিয়ে
তবু,
তোমার মত লাখো 'আবরার'  জান দেবে
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চেয়ে দ্যাখো হাজার তরুন আজ এই শহীদি মিছিলে।

প্রিয় 'আবরার ফাহাদ'
তুমি আসবেনা।