পুরাকালে পাখি ছিলাম
সকাল-বিকাল উড়াউড়ি
সবুজ শ্যামল গায়ে
ছোট্ট সুন্দর বাড়ি,
মাতিয়ে সারাবেলা;
ছোট ছোট ইচ্ছে কত
স্বপ্ন হাজার হাজার
উড়তে আমায় শিখিয়েছিল
হঠাৎ কি যে হলো?
আবার আমি পাখি হবো
করবো উড়াউড়ি
মেঘের রাজ্য পেরিয়ে
ঐ দূর আকাশের বুকে
করবো বাহাদুরি!
দেখবো আকাশ দু-চোখ ভরে
একটু সুযোগ দাও
নতুন করে আবার
বোধের দুয়ার খুলুক।
ভালোবাসা উড়তে শেখায়
সময় জানতে হয়
নাহয় অসময়ে
হোঁচট খেতে হয়;
হারতে আমি শিখিনি কভু
হারলাম নিছক আবেগ মাঝে
বাস্তবতায় পেলাম সাজা
হারিয়ে চেতন হলাম অচেতন।
তবু হয়নি আজো দেরি
ফিরতে আপন বাড়ি
ভুলে জাহেলিয়াত যত;
আবার আমি পাখি হবো
উড়বো মেলে ডানা,
ঐ দূর আকাশের বুকে।