অমন রাতে মন বেদনার জমিতে,
অচেনা ভীষণ সংসারে ঘুম নেই
চঞ্চল বৃষ্টির শেষে মন ভাসে,
কান্ত হয়ে থাকে কোন গলির মেঘ।
আকাশের কথা বলো নাকো তুমি বিশেষ,
মন আঁধারে আছে, দৃশ্য দুর্বিশেষ
কোন বসন্ত সংকেত নেই মনের দেশে,
বেঁচে থাকার প্রয়াসে, আলেয়ার খোঁজে মন।
বিচিত্র আকাশ কেন মনে জাগে ভয়,
প্রতিদিন বৃদ্ধি পায় নতুন সংশয়।
মনের সীমানা ছাড়া সম্পর্ক কোথায়,
ভেঙ্গে যাওয়ার পথে যুদ্ধ মনের।
বেদনার অশ্রুতে সুখ ভেসে একাকার,
চাঁদের আলো তেমন ভীষণ দূরে
ভোরের শেষ তারা সেই সুদূরে,
পুরানো স্বপ্নের মতো, মন সেই পথে হারায়।