শ্রাবণের পবনে ভেসে আসে  
লড়াইয়ের সুরধ্বনি,  
পথে পথে বীরত্বের মৃত্যু
আবু সাইদ আর শান্তরাও  
ছিল সেই বীরদের দলে।

মুগ্ধ আর ওয়াসিম  
তাহমিদ আর তানবিন,  
শাকিল, সৈকত, লক্ষ তরুণ  
লড়াইয়ের ময়দানে।

শহীদ হলো একে একে  
অধিকারের লড়াইয়ে,  
তাদের রক্তের আগুনে  
জ্বলে উঠলো রাজপথ।

জানো কি তুমি, সেই বীর  
ফারহান আর ফাহমিন?  
জীবন দিয়ে শিখালো তারা  
অধিকার কত অমৃত।

সেই জুলাইয়ের আলো হয়ে  
নাহিদ,আসিফ,হাসনাত
আবু বাকের ও হান্নান,  
লড়ে যায় অবিচল
শহীদের রক্তের ধারা বইছে এখনও  
তাদেরই শিরায়, প্রতিদিন।

শহীদের রক্তে সিক্ত হলো  
বাংলাদেশের মাটি,  
তাদের স্মৃতি ধরে রেখে  
অধিকার করবো পুনরুদ্ধার।