যদি গায়ক হতাম শতাব্দীর শ্রেষ্ঠ কোন গান
ভজিতাম তোমায় নিয়ে।
সুর, সঙ্গীত মুগ্ধতায় অর্ফিয়াস যেথায় ধুলো আর ছাই।
হতাম যদি মহাকবি কোন,মহাকাব্য
লিখিতাম তোমায় নিয়ে।
যুদ্ধসজ্জার তুর্য্য-নিনাদ,মহাকায়, মহিমোজ্জ্বল,
হিমাদ্রি-কান্তির মত ধীর,
গম্ভীর, প্রশান্ত, সমুন্নত ও মহত্ত্বব্যঞ্জক।
যদি হতাম চিত্রকর
নয়নে তোমার তাকিয়ে থেকে
আঁকিতাম - একটি বাগান,অনেক বড় আকাশের মত।
ফুল,ফল, নানা রঙের পাখি আর আমরা দুজন।