যামিনীর অমানিশায়
নীল আসমান হারায়
পবনে পবনে ছড়ায় দীর্ঘশ্বাস
গোপন রয় মরম উদন্ত
বেদনা বিধুর সময়
শেকল পরা জীবন
অবসান চায় শুধু
হতাশা, গুমোট আঁধার
বন্ধ জানালা বড্ড বেদনার।
তবুও সকাল হয়
পাখিরা আকাশে উড়ে
নিঃসঙ্গ জীবন আবার হাসে
অনিশ্চিত জীবনে আনন্দের ফোয়ারা বয়।
নিশ্চয় কষ্টের সঙ্গেই স্বস্তি আছে,
অবশ্যই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে।