জীবন চলছে খড় কোটায় ভেসে
সময়ের সমুদ্রে, সৈকত ঘেঁষে,
আকাঙ্ক্ষা মনে নিয়ে আছি খুব
জীবন হিসাব মিললেই দিব ডুব।
পুরাতন জাহাজে এক বৃদ্ধ নাবিক
তাকিয়ে আছেন আকাশের দিক।
জিজ্ঞেসিনু তারে, "খুঁজে কি পেলে?
জীবন সমীকরণের সমাধান মেলে?
শত বসন্ত তো, তুমি করেছ পার
কি মানে আছে এ বেচে থাকার?"
"বাছা, এ জীবন, উপহার বিধাতার
জীবনের মানে, নিজেকে হারাবার।
বিলিয়ে দেওয়া, অন্য মানুষের তরে
নেওয়ার কিছুত নেই, স্বার্থঝুলি ভরে।
হারিয়ে যাও, তুমি প্রকৃতির মাঝে
জীবন বীণার সুর, যেথায় বাজে।
সকলে দেখ, কিভাবে করে বরণ
নিজের ব্যস্ততা, মানে আত্মহরণ।
জীবন মানে "এখানে" ও "এখন"
নেই অতীত আর ভবিষ্যতের বচন,
অতীত তাতে আর, রাখেনা অবদান
আর ভবিষ্যৎ, সেতো বিরস, বিরান।
মরার আগে যেন যেওনা মরে
বেচে থাকা সেতো মানুষেরই তরে
মৃত্যু যদি কড়া ই নাড়ে বারেবার
দরজা নিজেই ভেঙ্গে দেখো একবার।"