বটগাছটা আগের জায়গায় আজও দাঁড়িয়ে
তার ছায়ায় দাঁড়ানো পথিক গেছে হারিয়ে।
নৌকাঘাটে নৌকা আর লাগেনা অহর্নিশি
বাজারফেরত হাতে নেই কেরোসিনের শিশি।
কোথায় গেল হারিয়ে আমার স্বর্ণসমেত দিনগুলি
খোলা মাঠে দৌড়ঝাপ আর মজার খেলা ডাংগুলি।
মেঠোপথে দূর্বাঘাসে বইত বাতাস ধীর
নদীর ঢেওয়ের লহরীতে মুগ্ধ হতো তীর।
বড়শি পেতে মাছ ধরা শান্ত পুকুর পাড়ে
সকাল বিকাল বন্ধু সবে ঘুরা বনবাদাড়ে।
কোথায় গেল হারিয়ে আমার স্বর্ণসমেত দিনগুলি
দেওয়াল ছিল ক্যানভাস আর ইট ছিল রংতুলি।
ভোরবেলা মক্তব আর সকালেতে স্কুল
পড়ালেখার চাপ ছিলনা এক ছিল রোল।
কেরোসিনের কুপি জ্বেলে পড়তাম রাত্রিবেলা
চিৎকার আর চেচামেচিতে ভেঙ্গে ফেলতাম গলা।
কোথায় গেল হারিয়ে আমার স্বর্ণসমেত দিনগুলি
বর্ষার দিনে কাদা মাখা আর শীতের দিনে ধূলি।
দুপুরবেলা নদীর বুকে গ্রাম বাদুড়ের দল
তেষ্টা মিটাত টিঊবওয়েলের স্বচ্ছ মিষ্টি জল।
কাগজ পাকিয়ে আগুন ধরিয়ে টানত সবে বিড়ি
বিটিভিতে ছায়াছবি দেখা সাদাকালো ঝিরিঝিরি।
কোথায় গেল হারিয়ে আমার স্বর্ণসমেত দিনগুলি
সবই গেল হারিয়ে আজ সবাই যাচ্ছি ভুলি।