কেতাব দু খানা মুখস্থ করে
কিছু মস্তকে, বাকি টা অধরে।
ভাবিতেছেন পীর-
জগতের রহস্য উদ্ধার করে
লোকচক্ষুর সম্মুখে ধরে।
বলে বসেন একবার-
দেখেছি আসমান, দেখেছি পাহাড়
তাবৎ জ্ঞান করেছি আহার।
আমার চাইতে বড় বিদ্বান
খুঁজে মেলা ভার,
আমার চাইতে বড় পীর
কোথাও পাবেনা আর।
আসো সবে হে মূর্খের দল
চুমু খেয়ে ভেজাও করতল
পাবে মুক্তি জগত সংসারে
আমি তোমায় টানব পরপারে।
পাপের বোঝা নিব ঠেলিয়া
ওরে সাদা, ওরে কালিয়া।
নিয়ে আস মুরগী গরু হাদিয়া
সোহবতে এস, মাথায় কাপড় বাধিয়া।
লাল কিংবা নীল
গলায় পরিয়া পুতির মালা
খুলিয়া দাও দিল।
সুর তোল আজ পীরের গানে
দেখা হবে হাশরের ময়দানে।
ফিরিয়ে দিব সব গরু মুরগী
সত্তর গুন করে,
বাঙ্গালী যেন সারাটা জীবন
পীর পীর করে মরে।
এরই মধ্যে মুরগীর ব্যঞ্জন খেয়ে
কামড়ে উঠল পীরের পেট।
খাদিমরে কন, ধমকে উঠে
ফার্মেসি কই, আনো ফিলমেট।