হঠাত বয়স বেড়ে গেলে খুব
নিয়ম করে বাড়লে অসুখ
আর অনিয়মে বাড়লে স্থ্ববিরতা,
হঠাত করে যদি হারাই দূর
পেরিয়ে নদী- ঘাট, সমুদ্দুর
তোমার সাথে হবেনা আর কথা।
হারানোর মাঝে আজ অভ্যস্থতা
করতে এসোনা না মধ্যস্থতা
জনপদ আজ হয়ে গেছে পর,
কে বা আমি, কে বা আমার?
গোটা পৃথিবীই যেন হারাবার
আমার কোন ছিলনা কোন ঘর।
তারপর রাত শেষে মেললে আখি
দেখি নতুন রাত দিচ্ছে উকি
মাঝখান থেকে দিনটাই উধাও,
আলোগুলো সব চোরে নিয়ে গেছে
অপরাধীরা খুব যাচ্ছে হেসে
তুমি বরং তাদের সঙ্গ দাও।