কোন এক বদ্ধ স্থানে আটকা পড়ে, ঘরে তার দ্বার ছিলনা
মোহবশে মুগ্ধ সবাই, কেউতো কারো ছিলনা।
কোন এক আদিম কূপে, বন্দিদশা, খুব সহসা কাটেনি তা
আধার আমায় গ্রাস করেছে, বরফশীতল নীরবতা।
দেয়ালের ওপাশে টোকা পড়ে? বন্ধুরা সব এলো বলে -
কেউ যদি ভাঙে ঘর, কোন এক খেলাচ্ছলে।
দিন গেল, রাত হাজারেক, কিন্তু আর এলোনা কেউ
হয়তো এলে চলেও গেল, অন্ধনেশা না কাটতেও।
আকাশ কেমন, গন্ধ কি তার জন্মদাত্রী মায়ের মতন?
হয়নি দেখা, অনেকদিন, এলেবেলো কাহিনীকথন।
তারপরে এক ঝড়ের রাতে, স্বপ্নলোকে তুমি এলে।
গল্প এবার পাল্টালো প্লট, কষ্টরা সব ঘর পালালে।
তুমি এলে, তুমি এলে, এ কেমন এক অনুভূতি
বজ্রের মত ভাঙ্গলে এ ঘর, বন্দীদশার ঘটলো ইতি।
যেন এক স্বপ্নছোয়া, ফুলেল ঘাসের নরম ঘ্রাণে
ঘুম ভাঙলো রোদ্রধোয়া, হেমন্তের শিশিরস্নানে।
আমি কি এক মুক্ত মানব, যুক্ত হলাম অভিধানে
আমার নামই স্তুতি হবে ইতিহাসের গল্পগানে?
তুমিই আমার, আধার রাত অবসানের প্রথম আলো
খুব করে চাইলে তোমায়, খুব বেশি কি চাওয়া হলো?