পৃথিবীর এ আজব মঞ্চে, কে ডাকল আমায়?
অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসে, হয়েছি অসহায়।
দেখতে পেয়েছি মানুষসব, আজব যুক্তি বিলায়
সবকিছু নাকি আপনা-আপনি নিয়মছাড়া খেলায়।
আমিও তাই রাখলাম কলম, খাতার সাথে জুড়ে
ছোট একটা দাগও পড়লনা, কবিতা থাক দূরে।
শূন্য থেকে নাকি এল পৃথিবী, সৃষ্টি এ জগত?
মগজতো তোমার শূন্য নয়, তাও কেন এ মত?
শূন্যের সাথে শূন্য যোগে, এক কি পাওয়া যায়?
এত সাধের গণিত সাধনা, মিথ্যা হবে তবে হায়।
তুমি বললে সবই সম্ভব, এ সম্ভাব্যতার জাল
বিগব্যং থেকেই তো সৃষ্টি সব, শুরু মহাকাল।
আমিও চাই, মহাবিস্ফোরণ, তোমার চিন্তায় হোক
ব্যংএর পিছনের স্রষ্টাকে তখন, দেখতে পাবে চোখ।