যে নদী স্রোত হারালো, তার দিকে পা বাড়ালে,
সমুদ্রে আমার যাওয়া হবেনা জানি,
তারপরেও তার তীর ঘেঁষে, মৃদু এক ঝড়ো বাতাসে
পাহাড়, ঝড়না আর মরুর গল্প শুনি।
যে নদী মরতে বসে, জীবন সায়াহ্নে পৌছে শেষে
আমাকে তার গল্প শুনাবে বলে,
আমি তার মন খুজে পাই, আমি তার চোখ হয়ে যাই
তার চোখে পৃথিবি দেখে,
অনিঃশেষ ভিজে যাই জলে।