সহজ, সহজ সেই সহজ পথ
যেজনা দেয়না নিজ মতামত!
ভালোমন্দের যদি হয় আঁড়ি
প্রকাশ্যে গড়ে দুজনার বাড়ি।
নিজ তনু যবে দেখে আয়নায়
গোপন না থাকে, যায় ফেঁসে যায়!
সত্যের উপলব্ধি তখন-ই তো আসে
যবে সব দলবল হাওয়াতে ভাসে!
সম্যক সূত্রের অন্ত্যে মিলাই
রঙঢঙের সেথা নাই ঠাঁই।
তথ্যতত্ত্ব মিছে, নিরপেক্ষ সদাই!
ভালো বা খারাপ লাগা মনের অসুখ
কথার মারপ্যাঁচে দুগুণা বাড়ে দুখ।
সহজ পথ সহজে বুঝে নাহি আসে
মন-প্রশান্তি উড়ে নীলাকাশে!
অনন্ত-অসীম-বিশাল-বিপুল
সবই তাঁর মাঝে, নাই একচুল ভুল!
ধীরস্থির নই উড়ুক্কু সদাই, তাই
নিগূঢ়তম রূপ তাঁর দেখা নাহি পাই!
আঁকড়ে রাখা প্রিয়াকে মুক্তি দিলাম
শূন্যতায় আর নাই-বা হারালাম।
খুঁজে ফিরি দিনপ্রতি একের ভেতর সব
দুই কি তিনের সেথা নাই কলরব!
বই: সীন সীন মিং(মনের বিশ্বাস)
*অনূদিত