“এই গাছের শেকড়ও তো  
মাটির গভীরে পৌঁছে গেছে
নিজেকে পেয়ে যাবে ভেবে...
ঠিক যেমন সবাই খোঁজে
তার শিকড়, তার উৎপত্তির উৎস।  
তবে শিকড় কি সত্যিই জানা যায়?  
নাকি শিকড়ের খোঁজে গিয়ে  
আমরা শুধুই ঘুরপাক খাই এক বিস্তীর্ণ শূন্যতায়?”

মহাশূন্যে পথ হারাই,
উন্মাদ হয়ে ঘুরে ফিরি নক্ষত্রবীথিকায়!

"জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পথ চলা,  
কিছুই তো থামে না,  শুধু রূপ বদলায়,  
জীবন থেকে যায় জীবনের মাঝেই।"

নফর আলীর ভাবনায় আসে,  
পৃথিবীর সব কিছুরই গন্তব্য আছে,  
এই মহাযাত্রায়—
মানুষ, পশুপাখি, বৃক্ষ, নদী, আকাশ...
সবার একই উদ্দেশ্য,  
একটি অভিন্ন সূর্যতলে মিলিত হবার বাসনা...

সেদিন লাল আসমান আর নীল সূর্যের ক্ষীণ আলোয়
নিকষ মেঘদলের ফাঁকে,
মানুষের সাথে ঈশ্বরের সাক্ষাৎ হয়ে যাবে...