জীবন ভুলিয়ে দেয় মৃত্যুকে
মৃত্যু ভুলিয়ে দেয় জীবন।
দুজন দুজনার থাকে পাশাপাশি
তাৎক্ষণিক স্ফুলিঙ্গ জ্বলে-নিভে!
বিশাল ঢেউয়ের পরতে পরতে আঁধার...
কালো মেঘের কান্নায় অবুঝ শিশু হাসে,
বয়োজ্যেষ্ঠরা ভয়ে কাঁপে।
লাগামহীন ঘোড়া ছুটে প্রাণান্ত নিরুদ্দেশে,
সওয়ারী নেই, অনিয়মে দীর্ঘশ্বাস ফেলে হ্রেষা ধ্বনিতে।
ইউক্যালিপটাস অনড় তীক্ষ্ণ পরখে নিভৃতে হাসে
ভাবে বুঝি মনে — দৌড়ে কোথা পালাবি বাছা?
দৌড় শেষে তুইও আমার মতো অনড়-নিথর-শরণে...