দেখছি আমি, সবাই এখন-
দাঁতের সাথে দাঁত ঘষে,
নিজের ঘরের মধ্যে যখন
আদর করে সাপ পুষে।
আশীবিষে মরলে পরে,
বলে, সুষ্ঠু বিচার চাই!
দেখতে থাকি একলা বসে
ঐ বিচারের অন্ত্য নাই।
আবার দেখি-চোখ রাঙিয়ে
দাঁতের সাথে দাঁত ঘষে,
মনের কোণে জ্বালিয়ে আগুন
তুমুল দুঃখ-রাগে ফুঁসে,
বিচার পাওয়ার আক্রোশে।
দাঁতের ঘষায় হঠাৎ করে
দ্রোহের আগুন জ্বলল ঐ
ঐ আগুনে পুড়ল সে সাপ
নিস্তার তো পেল না সঁই।।