ভেতরে হাজার কুটলামি রেখে বাহিরেতে ভদ্রামি,
পাপের পাল্লা নুইয়ে দিল যে পুণ্যের থালাখানি।

হিসাব-কিতাব হবে রে ভাই, জানি হবেই একদিন...
ও মন, চল্ না একটা চুক্তি আটি,
দোস্ত  হয়ে পাড়ি দেই আয় ঐ দিব্যলোকের ঘাঁটি।

পুণ্যের থালা পুর্তি করে, মিশে যাই ইল্লিয়্যিনের সাথে
মহাসুখের সেই সাম্রাজ্যে না জানি কত্ত কিছু আছে...

লোভের দৌড় দিচ্ছিরে ভাই, আমি, তুমি সবে মিলে।
হোক সে দুনিয়া হোক আখেরাত ফারাক কী তাতে রবে?

দুনিয়া রুনিয়া ভুনিয়া টুনিয়া, সব একই তো নামের নামি,
আখেরের কথা তো বাদই দেই ঐসব জানিয়াও না জানা আমি...

চাই না দুনিয়া, চাই না আখের, শুধু ভুলের মাফি চাই।
বারে বারে তওবা করেও, আমি যে ঠিক পথে আসি নাই।

খোদা তবুও দয়ার চাদরে আমারে ঢাকিয়া রাখেন,
বান্দা তাঁহার ক্ষমা চাবে বোধহয় সেই অপেক্ষায় থাকেন,

মিটুক ভুলের কালিমাখা দাগ সারুক ঘা আছে যত,
সেজদায় লুটে এই অনুনয়ে মাথা ঘষি কতশত...