_______________
স্ট্রেচার-এ করে নিয়ে ঢুকছেন কেউ কেউ
ইন্টেন্সিভ কেয়ার ইউনিট...এ
বাহির হচ্ছেন কেউ আবার নত মস্তকে!
ফুরিয়ে যাচ্ছে যাবতীয় রাইটিং প্যাড
ফুরিয়ে যাচ্ছে লিখার কালি,
জোগাড়কৃত ও-নেগেটিভ...
তবু ফুর'চ্ছে না জন্ম, ফুর'চ্ছে না মৃত্যু।
আশ্চর্যের কথা এই:
জন্মের জন্য কোনো উপসর্গ লিখতে হচ্ছে না!
কিন্তু মৃত্যুর জন্য লিখতে হচ্ছে পয়েন্টল্যাস উপসর্গ!
—শুধু মৃত্যুর-ই কারণ থাকতে পারে?
—দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড ফর হাইপারটেনশন বা ক্রনিক হার্ট অ্যাটাক বা ইন্টেন্সিভ প্রেশার ইন সার্জিক্যাল নেক!
একজনের কেস নজর কাড়'ল, মৃত্যুর কারণ:
নিমোনোআল্ট্রামাইক্রোস্কপিকসিলিকোভলক্যানোকনাইয়োসিস!
ছোট করে "সিলিকোসিস"!
আর ঐদিকে জন্মের কোনো কারণ নেই!
দুই দিকে দুই রেললাইন বিহীন মানবগাড়ি,
একদিকে আরশি-র স্বজনেরা নিষ্প্রাণ দাঁড়িয়ে দেহ-টা নিয়ে যাবেন বলে,
অপরদিকে পরশি অপেক্ষায় নতুন অতিথির।
বিধাতা বুঝি এভাবেই জনস্রোতের ব্যালেন্স রাখেন।
কাউকে কেড়ে নিয়ে, কাউকে ঈষৎ ছেড়ে দিয়ে...
খোদার মিযানের পাল্লায় আমরা নিছক বাটখারা মাত্র।
২৭.০৮.২৪