বাতাসে ধুলোতে কোলাকুলি ,
চোখ হয় লক্ষভ্রষ্ট .
ফুসফুসে এ বাতাস গিয়ে ,
সুসাস্থ হয় নষ্ট .
রাস্তাগুলো সবই ভাঙ্গা ,
ভালো চলে নাহ গাড়ি .
প্রতিদিন ই ঘটৈ দূর্ঘটনা ,
অনেকেই দেয় ওপারে পাড়ি .
ময়লাগুলো খায় রাস্তায় গড়াগড়ি ,
ডাস্টবিনগুলো ফাকা .
রাস্তা দিয়ে চলতে গেলে ,
নাক দিতে হয় ঢাকা .
ফলাফল -
বাতাসে ধুলোতে কোলাকুলি ,
রাস্তাগুলো সবই ভাঙ্গা .
ময়লাগুলো খায় রাস্তায় গড়াগড়ি ,
পরিবেশে লেগেছে দাঙ্গা .