ওরো ও নবীনের দল,
কোথায় তোরা?
চল রে চল।
আসছে তুফান,
চারদিক হতে আসছে ভেসে,
অন্ধকারের গান।
সত্যের পথে উড়াও নিষাণ।
যদিও এ পথে আসবে বাঁধা ;
তবুও যেন এ পথ হয়,
সহজ একটা ধাঁধাঁ।
নবীন হাল ছেড়োনা,
হইয়োনা স্বপ্নহারা ;
হয়তো তোমার রক্তে বহিতেছে,
কাল মার্কসের রক্তধারা।
তোমরাই যদি যাও পিছিয়ে,
কেবা আছে আর আসবে এগিয়ে।
সব বাঁধা পেরিয়ে,
বিজয় তোমরাই আনবে ছিনিয়ে।