একটি গাছে দুটি কুঁড়ি
একটি সবুজ একটি লাল
একটি হলো স্নিগ্ধ ভীষণ
একটি ভীষণ ঝাল

একটি হলে ঘরের খুঁটি
অন্যটি ছায়া
একজন হলে ভরসার হাত
অন্যটি মায়া

বাবার মতো আগলে রাখে
ঠিক যেন বাবার ছবি
শাসন বারণে আবদার যত
পূরণ করে সবই

জ্বর এলে রাতে মায়ের মত
সেবা করে সেই জন
এই দুনিয়াতে ভাগ্যবান সে
আছে যার একটা বোন

ঝগড়া খুনসুটি যতই থাকুক
তবু দূরত্বে পোড়ে বুক
ভাই এর কাছে বোন সবচেয়ে আপন
বোনের সুখেই তার সুখ

ভাইয়ের চোখে দেখলে পানি
বোন কাঁদে প্রাণ
ভাইবোন সে বড় মমতার
আল্লাহর সেরা দান

কবি জন তাই বলে গেছে ভাই
বলে আজও গুরুজন
ভাই বড় ধণ - রক্তের বাঁধন
বাবার অভাব করলে পূরণ

পৃথিবীর তরে সবচেয়ে আপন
বোনের কাছে ভাই - ভাইয়ের কাছে বোন
ছিঁড়বে না কখনও এই মধুর বাঁধন
যদি আসে ঝড় - আসে বা মরণ

#abontika_afia
#ভাই-বোন