তুমি হইলা সোনার হরিণ
ছোঁয়া ভীষণ দায়,
আমি দূর্বা - মাটিতে থাকি
দূরত্ব বেজায়।

তোমার এখন দেখা মেলে
শুধুই চাঁদের হাটে,
আমি ডিঙ্গি নৌকা থাকি
পরে খেয়া ঘাটে।

তোমার আমার মাঝে এখন
যোজন যোজন দূর,
আমরা এখন দুই দুনিয়ার
ভিন্ন রকম দুই ফুল!