প্রজাপতি প্রজাপতি
ফুলে ফুলে ওড়ো,
রঙিন দুটি পাখা নিয়ে
সারাদিন ঘোরো।

এত রং বলো তুমি
কোথা থেকে পাও?
একটুখানি খুশির রং
আমায় দিয়ে যাও।

ছোট্ট দুটি পাখায় তোমার
কত রং থাকে,
হরেক রঙে কেমন তোমায়
রঙিন করে রাখে!