প্রেম তুমি মহামারী
হঠাৎ আসা ঝড়,
প্রেম তুমি বড্ড আপন
তবুও কেমন পর।

প্রেম তুমি সর্বনাশ
ভাদ্র মাসের খড়া,
প্রেম তুমি দগ্ধ সোনা রোদ্দুর
দাবানলে পোড়া।

প্রেম নাকি স্বর্গসুখ
লোকে বলে তাই,
প্রেম তুমি শ্মশান ঘাটের
চিতায় পোড়া ছাই।

প্রেম তুমি বড় আজব
কত কি লোকে বলে!
তোমার দহনে জ্যান্ত মানুষ
আগ্নিশিখায় জ্বলে!