আমি স্বাধীন দেশ চেয়েছিলাম,
চেয়েছিলাম একটু অধিকার,
চেয়েছিলাম শান্তি,
চেয়েছিলাম শ্রদ্ধা।
এসব চাইতে গিয়ে
আমি লাঞ্ছিত হয়েছি।
রক্ত দিয়েছি ,
ভাইয়ের লাশ দেখেছি ,
দেখেছি বোনের মৃতমুখ,
মায়ের হাহাকার দেখেছি,
দেখেছি বাবার বোবা কান্না,
আচ্ছা? আমি তো স্বাধীন ছিলাম?
কেউ রক্ত দিয়ে স্বাধীন দেশ এনেছিল -
কবে পরাধীন হলাম?
টের ই পেলাম না আমার দেশে পোকা ধরেছে।
পিঁপড়া খেয়েছে ন্যায় এর ভীত।
চিতার মতো জ্বলছে দেখো
লাশ গুনতেও হিমশিম খাচ্ছি।
কেনো বলোতো?
কেনো স্বাধীন দেশেই স্বাধীন হতে আবারো মরতে হচ্ছে?
কেনো আওয়াজ তুললে সেই গলা চেপে ধরছে?
কেনো স্বাধীন দেশে আমরা স্বাধীন নই?
রক্ত দিয়ে আনা দেশ আজ আবারও কেনো রক্তে লাল?