ব্যস্ত আমি রঙ্গ লীলায়
রঙের দুনিয়াতে,
আজকে হারি কালকে জিতি
রঙের বাজি মাতে।

সময় আমার বেজায় দামী
নামাজে হয় নষ্ট,
সব কাজই যেমন তেমন
ইবাদতেই কষ্ট।

ইংলিশ নোবেল পড়ি
ঘণ্টার পর ঘণ্টা,
কুরআন পড়তে গেলেই কেমন
খারাপ করে মন টা।

সৃষ্টি করলো যেই বিধাতা
পাঠালো দুনিয়ায়,
তাকে ভুলেই মেতে উঠি
রঙের ও খেলায়।

একটু ঠকলেই মানুষকে
বেঈমান বলি শ' বার
আমি যে বড় বেঈমান,
খোদার সাথে মুনাফিকী করি রোজ
খবর নেই তার।

কথা ছিলো ইবাদতে
ডাকবো তারে রোজ,
সেই খোদা রে ভুলেছি এমন
নেই নি কভু খোঁজ।

মাফ কর হে রহিম রহমান
করো ক্ষমা মোরে ,
একটু খানি হেদায়াত দিও
চলার শক্তি দিও তোমার পথের তরে।

আমি পাপী, গুনাহগার
পাহাড় সমান পাপ,
এই অধমের নাই যে উপায়
না পাইলে তোমার মাফ।

ক্ষমা করো ক্ষমা করো
হে রহিম রহমান,
একটু খানি তৌফিক দিও
যেনো তোমার নামে আনতে পারি ঈমান।