শোনো গো সাদা পায়রা,
লিখেছি একটা অভিযোগ পত্র।
দেবে কি তুমি পৌঁছে?
উড়তে উড়তে যাবে যখন
ওই মেঘের কাছে।
মেঘের ওপারে ডাকবাক্সের পাশে
অভিযোগ বক্স টাও আছে পড়ে,
আমার চিঠি সেইখান টাতে
রেখে এসো - যত্ন করে।
মেঘের পিয়ন পৌঁছে দেবে
ওই বিধাতার কাছে,
সাত আসমানের ওইপারে যে
সৃষ্টিকর্তা বসে আছে।
দেবে কি তুমি পৌঁছে বলো?
থাকব অপেক্ষাতে,
এক এক করে সব অভিযোগ
লিখেছি চিঠিটা তে।