খাঁটি তুমি বলবে কাকে?
মাটিতেও ভেজাল থাকে।
নিখুঁত বলবে কাকে?
গোলাপে ও যে কাটা থাকে।
নিখাঁদ বলবে কাকে?
সোনায় ও খাঁদ থাকে।
নিষ্কলঙ্ক কে হয় বলো?
চাঁদের ও যদি কলঙ্ক থাকে।
দোষ গুণ হিসেব রাখো,
মন টাকে নাও খুঁজে।
অংকে যে কাঁচা হলেও
তোমায় ভীষণ বোঝে।
গোবরে ও পদ্ম ফোটে,
কয়লার ভীড়েও হীরে থাকে।
জীবনসঙ্গী তাকেই বলে,
যে তোমাকে আগলে রাখে।