মানুষ মানুষ মুখে শুনি,
মানুষ কখনও দেখি নি!
মানুষ দেখতে হয় কেমন?
সে কি বড্ড আজব প্রাণী?
শুনেছি নাকি শ্রেষ্ঠ প্রাণী
মানুষরেই কয়?
তবে কেনো মানুষ হয়েও
মানুষে এত ভয়।
তুমিও মানুষ আমিও মানুষ
তাই যদি হয়!
তবে কেনো মানুষের হাতেই
মানুষের প্রাণ যায়?
কেনো অমানুষের দাসত্ব আজ?
কেনো জাতির চোখে মুখে শুধু ভয়?
কেনো মানুষ থেকে বাঁচতেই আজ
যুদ্ধ করতে হয়?
এক হাতে খুনের তাজা রক্ত
শুকায়নি ঠিক করে
অন্য হাতে সাধু সাজি
বিচার দাবি করে।
নাটকের পর নাটক হয়
বাড়ে দুর্নীতি,
তাজা প্রাণ সব ঝড়ে যায়
বলি রাজনীতি।
কুকুর নাকি নিকৃষ্ট প্রাণী!
কই এক কুকুর তো অন্য কুকুরকে মারে না!
মানুষ তবে বুঝবে কবে?
পাপ বাপকেও ছাড়ে না!
যতই ক্ষমতাবান হও
কবর ঠিকই সাড়ে তিন হাত
দুনিয়ায় তুমি পেয়ে যাবে পার
বাকি আছে আখিরাত।