খোদার কেমন সৃষ্টি মা তুই
বোঝা বড় দায়!
কত মায়াতে আগলে রাখিস
কতই না মমতায়!
জান্নাত কেমন হয় রে মাগো?
দেখিনি তারে চোখে।
জন্মের পর খোদার রহমতে
পেয়েছি আমি তোকে।
তুই যে মাগো ভীষণ বোকা
অল্প অভিমানে কাদিস।
শত কষ্টেও আবার হাসিমুখে
বুকে পাথর বাঁধিস।
তোর মায়া মা বোঝা বড় দায়,
তুই কি চাঁদের উপমা?
তোর মত মা কেউ নেই দুনিয়ায়,
তুইতো মা তোরই তুলনা।