আতা গাছে ঝিঁঝিঁ ওড়ে
বড়ই ডালে কাক
টিনের চালে বাঁদর নাচে
বক বেঁধেছে ঝাঁক

ন্যাড়া নাচে বেল তলাতে
তাল তলাতে ভেড়া
মেলায় যাবে খুকি নাচে
ভীষণ তাড়াহুড়া

দোয়েল নাচে কোয়েল নাচে
বাবুই নাচে ডালে
নাগরদোলায় খোকন নাচে
ঢাকের তালে তালে

নলেন গুড়ের পায়েস দেখে
দাদুর নাচে মন
এদিক সেদিক খুশির নাচন
বিশাল আয়োজন