বামন হ‌ইয়া চাঁন্দের পানে
হাত বাড়াইলাম আমি,
তুমি ছিলা চাঁন্দের কুমার
ভীষণ রকম দামী।

করলা দয়া আলো হইয়া
পড়লা আমার গায়,
হইলাম আমি পাড়া ছাড়া
তোমায় ছোঁয়ার দায়।

ভাঙ্গা একখান ঘর আছিলো
ভাঙ্গাচূড়া বেড়া,
বেড়ার ফাঁকে জোৎস্না হইয়া
তুমি দিতা ধরা।

তোমায় দেখার অপরাধে
ফাঁসি হইলো জারি,
আমি হইলাম কলঙ্কিনী
নীলাম হইলো বাড়ি।

সাজা আমি একাই পাইলাম
তুমি বেজায় খুশি।
তুমি তো সেই রাজাই রইলা
আমি হইলাম দাসী!