যেতে যেতে ভাবি পথে,
মানুষ হওয়া টা কি খুব জরুরি ছিল?
হতাম না হয় চড়ুই পাখি
চঞ্চল হয়ে উড়ে বেড়াতাম।
কিংবা হতাম টুনটুনি,
এ ডাল থেকে ও ডালে ঘুরে বেড়াতাম।
বক হলেও মন্দ হতো না,
চড়ে বেড়াতাম ঝিলে ঝিলে।
কিংবা পানকৌড়ি?
সাঁতার কাটতাম বিলে।
হতাম না হয় প্রজাপতি,
উড়তাম ফুলে ফুলে।
পথ থেকে পথ চলতে গিয়ে
হারাতাম মনের ভুলে।
মন্দ হত না।
হতে পারতাম জোনাকি,
কিংবা ঝি ঝি পোকা।
কোন ভুলে তে মানুষ হয়ে
বনে গেলাম বোকা।
মানুষ হওয়া কি খুব জরুরি ছিল?