পলাশ ফুলের বিয়ে হবে
শিমুল তুলোর সাথে
কৃষ্ণচূড়া পেলো দাওয়াত
যেতে হবে রাতে

হলুদ সন্ধ্যে গেট সাজবে
গাঁদা ফুলের দল
পদ্ম শালুক আসবে নিয়ে
বরযাত্রীর দল

রক্তজবা ভীষণ খুশি
আলতা দেবে পায়
মাধবী টা হঠাৎ যেনো
চটেছে বেজায়

সব আয়োজন শেষে এবার
বিয়ে হবার পালা
ঘর সাজালো সোনা লতা
রাস্তা বাগানভীলা

শালুক ফুল নিলাজ হলো
দেখবে বাসর ঘর
কেমন করে করবে আদর
পলাশ ফুলের বর