আমায় কিছু শব্দ দিও
কিংবা কিছু লাইন,
মনগড়া কিছু নিয়ম দিও
কিংবা কিছু আইন।
পারলে কিছু ভাষা দিও
কিংবা কিছু কথা,
কিংবা অর্থের ফুলঝুরি
শব্দের মালা গাঁথা।
কিছু রঙিন রং দিও
কিংবা ভ্যাঁপসা কালো,
নষ্ট হওয়া ক্যানভাস দিও
কিংবা ঝাপসা আলো।
দিও কিছু জোনাকি
কিংবা ঝি ঝি পোকা,
একটু খানি আশ্বাস দিও
কিংবা রঙিন ধোঁকা।
সুখ না পারো দুঃখ দিও
তবু তো কিছু দিও,
একটা কবিতায় ফিরিয়ে দেবো সব
হিসেব বুঝে নিও।