সোনা আলোয় মিঠে রোদ
আলতো ছুঁয়ে যায়,
দুষ্টু বাতাস মাতাল হয়ে
হৃদয় বয়ে যায়।
আলসে দুপুর উদাস সময়
চুপচাপ নীরবতা,
ফিসফিসিয়ে কানে কানে বলে
প্রেমের কবিতা।
আমি মুচকি হেসে লাজুক চোখে
চুপটি করে রই,
ইশারায় বলে দুষ্ট বাতাস
একটু খানি ছুঁই?
লজ্জাবতী লজ্জা পেয়ে
মুখ করেছে লাল,
এই অবেলার দুষ্ট প্রেমে
কবিতারা বেসামাল।