চলো আজ হিসেব করা যাক।
তবে হিসেব হতে হবে বরাবর।
চলো আজ হিসেব করা যাক
কার কত ধার।

কতটুকু ঋণ বাকি
কত হলো শোধ?
কত টুকু মান জমে
কতটুকু ক্রোধ?

কতটুকু আক্ষেপ
কত অভিমান?
কতটুকু মিথ্যে ছিল
বদলে যাওয়া টান?

কতটুকু দোষারোপ
কত অভিযোগ?
কত ক্ষত জমেছে বুকে
কতটুকু রোগ?

কতদিন পাই নি আমায়
নির্ঘুম কত রাত?
খাঁটি সোনায় ঠিক
কতটা জমেছে খাঁদ?

কতটুকু তুমি দিলে
কতটা আমি?
কতটুকু সস্তা ছিল
কতটা দামী?

কতটা ইচ্ছের দামে
দিয়েছিলাম মন?
কতটা আঘাতে মস্তিষ্কে
ধরেছে ঘুণ?

হিসেব কষে মেলানো যাক
ফিরিয়ে দেবো দুজনই।
দুজন মিলে ঠিক করে নেবো
কে কতটা ঋণী?