বউ কথা কও ডাকছে পাখি
সঙ্গে আছে টিয়ে,
বর সেজেছে মাছরাঙাটা
শালিক পাখির বিয়ে।

কাকতাড়ুয়া গেট ধরেছে
দোয়েল গাইবে গান,
কোকিলটাও সুর ধরেছে
বিশাল আয়োজন।

নাচবে বলে বেঁধেছে ঘুঙুর
ময়ূর রাণী পায়,
তুলেছে পেখম ধিন তানা না
টুনটুনি ও গান গায়।

খাওয়া হবে দাওয়া হবে
এলাহী সে কাণ্ড,
ঈগল পাখি পায়নি দাওয়াত
তাই নিয়ে তাণ্ডব।

সব শেষে মিটলো বিয়ে
কনে বিদায়ের পালা,
অবশেষে মাছরাঙা টা
পড়ল বিয়ের মালা।