মন বলি,
মন তুই হারালি কই?
কোন সে পথের বাঁকে?
এখনো কি খুঁজিস তাকে?
যে পথে ধূলো জমে থাকে?

কার শহরে তোর এত আনাগোনা?
কোন পথে এত পিছুটান?
কার শহরে থাকতে তোর
এত অভিমান?

কাকে পেতে আজ এত উতলা?
ভুলেছিস তোকেই তুই?
কাকে পেতে এত হিসেবের গড়মিল?
দুইকে এক করিস
             আবার এক কে করিস দুই?

কার প্রতি তোর এত মায়া?
এত যত্নে আগলে রাখিস কাকে?
সেও কি তোকে তোরই মত
এমনি মনে রাখে?

মন তুই বড্ড বোকা,
শূন্যে করিস সুখের খোঁজ।
মরিচিকা কে করতে আপন
নিজেকে পোঁড়াস রোজ।