এই শহরের কাক জানে
আবর্জনা জমেছে কত,
এই শহরের কুকুর জানে
রাতের আঁধারের ক্ষত।

এই শহরের শকুন জানে
লুকোনো আর্তনাদ,
ঝুলে পড়া ল্যাম্পপোস্ট জানে
কত জীবন বরবাদ!

এই শহরের ফুটপাত জানে
বেকারের অস্থিরতা,
পার্কে গাছের ছায়াটা জানে
ক্লান্ত পথিকের ব্যথা।

ডাস্টবিন জানে জমেছে কত
প্রিয় অপ্রিয় সব স্মৃতি,
অপ্রিয় কে রেখে বুক পকেটে
প্রিয় ছুঁড়ে ফেলাই রীতি।

তারকাটা জানে কত-শত ঘা
শুকিয়েছে কত ক্ষণে!
মরেছে কত বাঁচার ইচ্ছা
দাগ রয়ে গেছে গোপনে।

#বিভৎস_শহর
#অবন্তিকা  আফিয়া