বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার প্রাণ।
এই বাংলা পেতে দিলো
কত শহীদ জান!

একাত্তরের মুক্তিযুদ্ধ,
ছিয়াত্তরের গণ-অভ্যুত্থান,
মাতৃভাষার তরে গেলো
কত মায়ের সন্তান।

যুদ্ধ গেলো লড়াই হলো
রক্তের বলিদান,
জীবন দিয়ে রাখবো মোরা
বাংলা ভাষার মান।

মাতৃভাষা মাতৃভূমি
মোদের কাছে দামী।
ভালবাসি প্রিয় বাংলা
প্রিয় মাতৃভূমি।