কোথায় তোমার সীমানা
আজও আমি জানিনা,
দাড়িয়ে আছি দুরে কোথাও
তুমি আর আমি.......
থমকে আছে কিছু সময়
যা ছিল হয়তো পাগলামী।
আকাশ মাটিকে ছুয়ে ছুয়ে যায়
দিগন্ত কি তা বলেনা?
তবুও আকাশের বুকে মেঘের বসবাস
কখনও প্রশ্ন তো সে করেনা;
দাড়িয়ে আছি দুরে কোথাও
তুমি আর আমি ....
থমকে আছে কিছু সময়
যা ছিল হয়তো পাগলামী !!
পাহাড়ের চূড়া মেঘও তো চুমে দেয়
সকাল কি তা বলেনা?
তবুও পাহাড়ের বুকে ঝর্নার বসবাস
কখনও প্রশ্ন তো সে করেনা;
দাড়িয়ে আছি দুরে কোথাও
তুমি আর আমি ....
থমকে আছে কিছু সময়
যা ছিল হয়তো পাগলামী।
কোথায় তোমার সীমানা
আজও আমি জানিনা,
দাড়িয়ে আছি দুরে কোথাও
তুমি আর আমি.......
থমকে আছে কিছু সময়
যা ছিল হয়তো পাগলামী।