এই ছেলে তোর বাপ নাই ..?
হ, আছে..... তয়............
তয় কিরে! তোর মা নাই ?
হ - আছে .... একটা কথা কইবার চাই ......
কিসের কথা..... তোর ভাই নাই ?
হ - আছে ...... কথাটা কইবার দেন!
কথার পিছে কথা ..... তোর বাপের বাড়ি নাই.... ভিটা নাই ..?
হ .. হ ... সব আছে ... কথাটা তো হুনবেন শেষে ....
এক থাপ্পর মারব কষে
বত্রিশ দাঁত পরবে খসে
বলিস বেজাই মুখে মুখে
এতীম সেজে থাকবি সুখে ?
মাথা নিচু... কাচু-মাচু... চোখে পানির ঢল
বাবজান আর একটা বিয়া করছে, ক্যানরে খোদা বল ?
ঠাসা ঠাসি বস্তি বাসী কষ্টে বাঁচি রই
মায়ে আমার ভাইগা গেল, এইডা ক্যামনে কই ।
পেটে ক্ষুধার আগুন জ্বলে, কোনো উপায় নাই
টোকাই সেজে ককটেল মেরে জেলে গেছে ভাই।
এতীমখানায় ঠাই হলোনা এতীম নয় বলে
একটা রুটি চোরের বিচার হবে, সবাই ছুটছে দলে- দলে ।