মাটি খাঁটি ভালোবাসা কোথায় পেলাম?
কখন পেলাম তরল সরল ছোঁয়া ...
চাইলেম যখন সবুজ ঘাসে প্রাণের পরশ মেলা
খরায় খরায় কাটলো সারাবেলা।
ফুলে ফুলে ভ্রমর দেখে মোহে মাতে মন
মোহের টানে ছুটে গেলেই সুবাস হারায় ফুল;
এপার-ওপার ছুটাছুটি চলছে সারাক্ষণ
জীবন তরী বেয়েই চলি পাই না খুঁজে কূল।
আকাশ বিশাল ভালোবাসা কোথায় পেলাম?
কখন পেলাম নিবিড় মেঘের ছায়া...
দেখতে চাইলে নীল আকাশটা, ভাসে মেঘের ভেলা
দেখতে হয় মেঘ-বৃষ্টির খেলা।