সংসার মায়া আপণ ছায়া
নাইরে কিছু আর
পথে পথে সকাল আসে সন্ধ্যা চলে যায় ।
আদি নেই অন্ত নেই
নাইরে কোন আশা
পথে পথে সুখ-দুঃখ, পথের মাঝেই মিলায়।
থমকে থাকে সময়
নাকি থমকে থাকে জীবন
থমকে থাকে আমার আমি কার কি আসে যায়?
সূর্য দেখি চন্দ্র দেখি
স্বপ্ন গুলো ধুষর
চাওয়া পাওয়ার প্রতিহিংসায় আশা গুলো হারায়।
হারিয়ে যাওয়া সময়
হারিয়ে যাওয়া প্রেম
হারিয়ে যাওয়ার হিসেব-নিকাশ বড্ড বেড়ে যায়।
বাড়ছে বয়স কমছে আয়ু
বদলে যাচ্ছে জলবায়ু
শুধু বিবাগী মন কভু না বদ্লায় !!!