মুক্ত মাখা হাসি আর চশমা ঢাকা চোখ
বাহারি খোঁপার কেশে ভাসে ইচ্ছে প্রতিম শখ।
সুগঠিত শরীর ভাঁজে
পরছে নজর আজেবাজে
নেই কো তাতে খেয়াল......
তবুও সুগন্ধ টা ছড়িয়ে দিলো ভেঙ্গে স্মৃতির দেয়াল।
ভেঙ্গে থাকা স্বপ্ন গুলো নাই বা গেলো জোড়া
জীবন চলে আপন মনে নাইরে কোন তাড়া।
শাক দিয়ে আজ মাছ ঢাকা যায়, মেঘে ও ঢাকে আকাশ
আলো-আঁধারি সময় দিয়ে ঢাকল না হয় হতাশ
এটা-ওটা হাজার খোঁটা যখন অতিষ্ঠ এই জীবন
তখন ইচ্ছে ঘুড়ির নাটাই টা তে মাখুক আবরণ।