#সোনার_বাংলা
এবিএম আলমগীর হোসেন
===================
প্রকৃতি যেন দূয়ার খুলে
    বলছে ওরে আয়।
মনটা তাই গাঁয়ের পানে
      ছুটে যেতে চায়।

বাউল তার একতারাতে
       গানে ধরে টান,
স্রোতা সবার আনন্দেতে
        ভরে যায় মন।

ধানের শীষে দোল দেখে
      চাষির মন ভরে,
আসছে সুদিন ঘুজবে দুখ
    ভেবেই অশ্রু ঝড়ে।

সোনালী সকাল তপ্ত দুপুর
   ক্লান্ত বিকেল বেলায়
পাড়ার সবাই মেতে উঠে
    নানান রকম খেলায়।

গোধূলি বেলা মনের সুখে
    রাখাল বাজায় বাঁশি,
চাঁদনি রাতে দু'জন মিলে
      স্বপ্ন বোনে চাষি।

গাছেগাছে দোয়েল শালিক
      কত রকম পাখি,
টিয়া কোকিল ময়না ঘুঘু
    চোখ জুড়ায় দেখি।

নদীর ধারে কাশবনে ভাই
      লুকোচুরি খেলা,
শুভ্র সাদা বকের সারির
    বসেছে যেন মেলা।

ছবির মতো আমার দেশ
     রূপের নাই শেষ,
যতোই বলি তবুও বলার
      রয়ে যায় রেশ।