আমার ভাঙা ঘরে
এবিএম আলমগীর হোসেন।
===================
তোর জন্য মনটা উদাস
ভাল লাগে না কিছু,
মনের সাথে যুদ্ধ করছি
নিলাম কেন পিছু।
দিবানিশি যে তোর মুখটা
ভাসে হৃদয় কোণে,
দূরে গিয়ে আজও তুই যে
রয়েছিস এ মনে।
তুই বিহনে একলা আমি
ঘুরি পাগল বেসে,
মানুষ আমায় পাগল বলে
উড়িয়ে দেই হেসে।
বিকেল হলে নদীর ধারে
আজও বসে থাকি,
একলা মনে বুকের মাঝে
তোর ছবিটি আঁকি।
সবাই বলে আর কতদিন
থাকবি পথ চেয়ে,
মনটা তো মানেনা জান
তোরে না পেয়ে।
আর কতকাল আসবি না
আমার এই বুকে।
একটি বারও ভাবিস না
জ্বলছি ধুকে ধুকে।
শেষ বিকেলে গোধুলী বেলা
বসে পুকুর পাড়ে,
আজও ভাবি আসবি তুই
আমার ভাঙা ঘরে।